লাইব্রেরিঃ প্রতিষ্ঠানে রয়েছে একটি সুসজ্জিত লাইব্রেরি। লাইব্রেরিতে প্রায় ৩০০০ (তিন হাজার) বই,দৈনিক পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিন রয়েছে। শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বই ইস্যু করে বাড়িতে নিয়ে পড়তে পারে। এছাড়াও অবসর সময়ে বই,পত্রিকা ও ম্যাগাজিন পড়ার সুযোগ রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি সহায়ক বই লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
কম্পিউটার ল্যাবঃ প্রতিষ্ঠানে রয়েছে সমৃদ্ধ একটি কম্পিউটার ল্যাব, শিক্ষার্থীরা কম্পিউটার বিষয়ক শিক্ষা,ICT ক্লাবের কার্যক্রম এবং বিভিন্ন প্রতিযোগিতার জন্য বিভিন্ন তথ্য এই ল্যাব থেকে সংগ্রহ করে থাকে।
পরিবহনঃ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন সুবিধা রয়েছে। গাইবান্ধা সদর থেকে বিভিন্ন উপজেলায় প্রতিদিন ৬টি বাস নিয়মিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আনা নেওয়া করে। এছাড়াও শিক্ষা সফর এবং প্রতিষ্ঠানের অন্যান্য কাজেও বাস ব্যবহার করা হয়।
ডিজিটাল হাজিরাঃ শিক্ষাথীদের জন্য রয়েছে ডিজিটাল হাজিরা ব্যবস্থা। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশের সময় এবং ছুটির পরে শিক্ষার্থীর আইডিকার্ড পাঞ্চ করলে অভিভাবক এর কাছে তাৎক্ষণিক মেসেজ পৌঁছে যাবে।
ক্যান্টিনঃ একটি সুসজ্জিত ক্যান্টিন রয়েছে প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় মানসম্মত খাদ্য সামগ্রী,খাতা, ডায়েরি, কলম ইত্যাদি পাওয়া যায় ক্যান্টিনে। শিক্ষার্থীরা নিজ খরচে প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে পারে।
নিরাপত্তাঃ প্রতিষ্ঠানের চারিদিক সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। প্রতিষ্ঠানের গেটে রয়েছে প্রশিক্ষিত গার্ড, তারা শিক্ষার্থী ও অভিভাবক/অতিথিমন্ডলীর যাতায়াত মেটাল ডিটেক্টর এবংআর্চ ওয়ে দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেপুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা আওতাভুক্ত রয়েছে।
গার্ডিয়ান শেডঃ ক্যাম্পাসের প্রধান ফটকের পাশে অভিভাবকমন্ডলীর বসার জন্য সুসজ্জিত গার্ডিয়ান শেড রয়েছে।
সাইকেল ষ্ট্যান্ডঃ প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাইকেল ষ্ট্যান্ড রয়েছে এখানে শিক্ষার্থীরা নিরাপদে সাইকেলরেখে ক্লাস করতে পারে।
হাসপাতালঃ এসকেএস ফাউন্ডেশন এর একটি নিজস্ব হাসপাতাল রয়েছে গাইবান্ধা শহরে। এসকেএস হাসপাতালের নিজস্ব সেবায় এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য রয়েছে ৪০% ছাড়। এছাড়াও শিক্ষার্থীর বাবা-মা ও অবিবাহিত ভাই বোন (বয়স অনুর্দ্ধ-১৮) এর জন্যও রয়েছে ৪০% ছাড়ের ব্যবস্থা।
এসকেএস ইনঃ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমে মনকে প্রফুল্ল রাখতে এসকেএস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত এসকেএস ইন, গাইবান্ধায় রয়েছে শিক্ষার্থীদের অভিভাবক সহ সপ্তাহে একদিন ফ্রি প্রবেশের সুযোগ। রেডিতে অংশগ্রহণঃএসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের রেডিও সারাবেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এবং বিভিন্ন প্রতিযোগিতার জন্য বিভিন্ন তথ্য এই ল্যাব থেকে সংগ্রহ করে থাকে।
রেডিতে অংশগ্রহণঃ এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের রেডিও সারাবেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।